Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / ১১৪২ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসির মাতুব্বর পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধরে হামলার ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মজনু শেখ (৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার উজানচর ইউনিয়নের নাসির মাতুব্বার পাড়া গ্রামের আকবর শেখের ছেলে।

এঘটনায় মজনু শেখের ছোট ভাই নজরুল শেখ গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে ভর্তি আছে। এর আগে গত বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটে। এবং বৃহস্পতিবার দিনগত রাতে মজনু শেখের মৃত্যু হয়।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশি তারা দেওয়ানের তিন ছেলের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল মজনু শেখের। বিরোধপূর্ণ জমিতে  গত বৃহস্পতিবার মজনু শেখ ও তার ছোট ভাই নজরুল শেখ পেঁয়াজ রোপন করতে যায়। এসময় তারা দেওয়ানের তিন ছেলে লতিফ দেওয়ান, মতি দেওয়ান, রকন দেওয়ানসহ তাদের ছেলেরা ছাবল কুদাল ও কুড়াল নিয়ে দুই ভায়ের উপর হামলা করে। চিৎকার শুনে মজনু শেখের বাবা আকবর শেখ এগিয়ে গেলে তার উপর হামলা করে। হামলায় মজনু ও নজরুল গুরুত্বতর আহত। তাদের উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য দুই জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার দিনগত রাতে মজনুর মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা বাড়ী থেকে পালিয়ে যায়। শুক্রবার দুপুরে মজনুর বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় আকবর আলী শেখ ১২ জনকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্ত পরিবারের সবাই বাড়ি থেকে পলাতক রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১

প্রকাশের সময় : ০৯:১৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসির মাতুব্বর পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধরে হামলার ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মজনু শেখ (৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার উজানচর ইউনিয়নের নাসির মাতুব্বার পাড়া গ্রামের আকবর শেখের ছেলে।

এঘটনায় মজনু শেখের ছোট ভাই নজরুল শেখ গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে ভর্তি আছে। এর আগে গত বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটে। এবং বৃহস্পতিবার দিনগত রাতে মজনু শেখের মৃত্যু হয়।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশি তারা দেওয়ানের তিন ছেলের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল মজনু শেখের। বিরোধপূর্ণ জমিতে  গত বৃহস্পতিবার মজনু শেখ ও তার ছোট ভাই নজরুল শেখ পেঁয়াজ রোপন করতে যায়। এসময় তারা দেওয়ানের তিন ছেলে লতিফ দেওয়ান, মতি দেওয়ান, রকন দেওয়ানসহ তাদের ছেলেরা ছাবল কুদাল ও কুড়াল নিয়ে দুই ভায়ের উপর হামলা করে। চিৎকার শুনে মজনু শেখের বাবা আকবর শেখ এগিয়ে গেলে তার উপর হামলা করে। হামলায় মজনু ও নজরুল গুরুত্বতর আহত। তাদের উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য দুই জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার দিনগত রাতে মজনুর মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা বাড়ী থেকে পালিয়ে যায়। শুক্রবার দুপুরে মজনুর বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় আকবর আলী শেখ ১২ জনকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্ত পরিবারের সবাই বাড়ি থেকে পলাতক রয়েছে।