মানুষকে সন্মোহিত করে সর্বস্ব লুট
নারায়ণগঞ্জ থেকে ২ প্রতারক গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৮:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১১৩৬ জন সংবাদটি পড়েছেন
প্রলোভনের ফাঁদে ফেলে অথবা সন্মোহিত করে গত কয়েকদিনে রাজবাড়ীতে বেশ কয়েকজনের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, দামি মোবাইল ফোন লুটে নেয় একটি চক্র। এ ঘটনায় পুলিশ বুধবার রাতে নারায়ণগঞ্জ থেকে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে। তারা হলো নোয়ালখালী জেলার দক্ষিণ শুলকিয়া গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে মাসুদ হোসেন ও শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার চরবাঘা ভুইয়াকান্দি গ্রামের আবুল সরদারের ছেলে শাহাদৎ সরদান। উভয়েই বর্তমানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসা ভাড়া থাকে। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া স্বর্ণালংকার ও মোবাইল সেট উদ্ধার করা হয়। এবিষয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় রাজবাড়ী সদর থানায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান, গত ১১ অক্টোবর তারিখে বিনোদপুর বাসিন্দা কলেজছাত্রী প্রিয়া আক্তারের সাথে প্রতারণার মাধ্যমে তার মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় চক্রটি। এ ঘটনায় রাজবাড়ী থানায় মামলা হয়। মামলার তদন্ত করতে গিয়ে চক্রটির খোঁজ পায় পুলিশ। এই চক্রে গ্রেপ্তার দুজন ছাড়াও রাজন নামে আরও একজন রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, গত ১০ অক্টোবর তারা ফরিদপুর আসে। সেখান থেকে কুষ্টিয়ার লালন শাহর মাজার হয়ে পরদিন ১১ অক্টোবর রাজবাড়ী আসে। প্রথমে তারা টার্গেট খোঁজে। বিভিন্ন কৌশলে টার্গেট ব্যক্তিকে ফাঁদে ফেলে কথার জালে ফাঁসিয়ে বিশ^াস তৈরি করে। এরপর মূল্যবান জিনিসপত্র লুটে চম্পট দেয়। এধরণের অনেকগুলো প্রতারক চক্র দেশের বিভিন্ন স্থানে আছে বলে জানান তিনি। পুলিশ এ চক্রের অপর সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাজবাড়ী জেলা পুলিশ দিন রাত ২৪ ঘন্টা টহলের মাধ্যমে এ ধরনের ঘটনা প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ জনগণকেও এ ব্যাপারে সচেতন থাকা জরুরী। জেলা পুলিশ রাজবাড়ীর জনগণকে এ ব্যাপারে সচেতন করার উদ্যোগ নেবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ী সদর থানার ওসি সাহাদত হোসেন উপস্থিত ছিলেন।