স্বপ্নের রাজবাড়ী ও শুভসংঘের আয়োজনে ১৪০ প্রাথমিক বিদ্যালয়ে নিম চারা বিতরণ ও রোপন কর্মসূচি উদ্বোধন
- প্রকাশের সময় : ০৮:৫২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১১৩৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ “আমরা গড়বো রাজবাড়ী, শুভ কাজে সবার পাশে” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচির আওতায় রাজবাড়ী সদর উপজেলার ১৪০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঔষধি বৃক্ষ নিম চারা বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা, মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী ও রোটারী ক্লাব অফ বনানী, ঢাকার আয়োজনে এবং বাংলাদেশ নিম ফাউন্ডেশনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় স্কুলের প্রধান শিক্ষকদের নিকট নিম গাছের চারা বিতরণ এবং আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ভেষজ বিজ্ঞানি রাজবাড়ীর কৃতি সন্তান ড. মোঃ আব্দুল হাকিম মন্ডল (নিম হাকিম) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সারাদেশের মধ্যে ২৩ তম স্থান করায় নাঈম শেখ কে সংবর্ধনা দেয়া হয়। পড়ে শ্রীপুর স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন অতিথিরা। এতে স্বপ্নের রাজবাড়ীর চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। প্রধান বক্তা ছিলেন, ড. মোঃ আব্দুল হাকিম মন্ডল (নিম হাকিম)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী শাখার সভাপতি সোরায়োর মোর্শেদ স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল, সদর থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছরিন সুলতানা, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আজগর আলী বিশ্বাস, দাউদ আলী মোল্লা, বর্তমান সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক রেজাউল হক প্রমূখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী শাখার সহ-সভাপতি শম্পা প্রামানিক, শ্রীপুর বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফা বেগম, মোমেনা খাতুন, মনিরা পারভীন, গুলশান আরা খাতুন, সুমা রানী রায়, সেলিনা আক্তার। এলাকার গন্যমান্য ব্যক্তিরাসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। উপস্থাপনায় ছিলেন, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা মিতা ও নাসরিন আক্তার। পরে আগত শিক্ষকদের হাতে ২টি করে নিমা গাছের চারা ও গাছ মুজবুত রাখতে বাঁশের লাঠি প্রদান করা হয়।