Dhaka ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ৪ মাস বয়সী মেয়ের মর্মান্তিক মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • / ১২০০ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্জিনা খাতুন ও তার চার মাসের শিশু কন্যা তানিসার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত মর্জিনা একই গ্রামের কৃষি শ্রমিক হোসেন আলীর স্ত্রী। এ ঘটনায় তাদের ছেলে ইয়াসিন আহত হয়।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হোসেন আলী ও মর্জিনা বেগম দম্পতি আগে হরিণবাড়িয়া চরে বসবাস করতো। নদী ভাঙনে তাদের বসতঘর বিলীন হয়ে যাওয়ার পর বহরের কালুখালী গ্রামে রাস্তার পাশে টিনের ছাপড়া তুলে বসবাস করতো। টিনের ঘরে পল্লী বিদ্যুতের সংযোগ ছিল। বিদ্যুতের  তার ছিদ্র হয়ে টিনের বেড়ার সাথে লেগে থাকায়   পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়। যা কেউই লক্ষ্য করেনি। শুক্রবার সন্ধ্যার দিকে মর্জিনা চার মাসের মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে যান। ফিরে এসে মেয়েকে কোলে নিয়ে ঘরের বেড়ায় তার শরীর লেগে বিদ্যুতায়িত হন। এসময় মর্জিনার ছেলে ইয়াসিন তাদেরকে বাঁচাতে  গেলে সেও আহত হয়। তার চিৎকার চেচামেচিতে এলাকাবাসী এগিয়ে তাদের উদ্ধার করে  পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রতনদিয়া ইউনিয়নের ৭ নং ওয়র্ড সদস্য জাকির হোসেন জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। বাতাসে বিদ্যুতের তার টিনের সাথে দোল খেয়ে ছিদ্র হয়ে ছিল। কেউ বিষয়টি লক্ষ্য করেনি। দ্রুত  তাদের হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এলাকাবাসী, আত্মীয়স্বজনের সাথে কথা বলে ঘটনার পারিপাশির্^কতা বিচার বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ৪ মাস বয়সী মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্জিনা খাতুন ও তার চার মাসের শিশু কন্যা তানিসার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত মর্জিনা একই গ্রামের কৃষি শ্রমিক হোসেন আলীর স্ত্রী। এ ঘটনায় তাদের ছেলে ইয়াসিন আহত হয়।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হোসেন আলী ও মর্জিনা বেগম দম্পতি আগে হরিণবাড়িয়া চরে বসবাস করতো। নদী ভাঙনে তাদের বসতঘর বিলীন হয়ে যাওয়ার পর বহরের কালুখালী গ্রামে রাস্তার পাশে টিনের ছাপড়া তুলে বসবাস করতো। টিনের ঘরে পল্লী বিদ্যুতের সংযোগ ছিল। বিদ্যুতের  তার ছিদ্র হয়ে টিনের বেড়ার সাথে লেগে থাকায়   পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়। যা কেউই লক্ষ্য করেনি। শুক্রবার সন্ধ্যার দিকে মর্জিনা চার মাসের মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে যান। ফিরে এসে মেয়েকে কোলে নিয়ে ঘরের বেড়ায় তার শরীর লেগে বিদ্যুতায়িত হন। এসময় মর্জিনার ছেলে ইয়াসিন তাদেরকে বাঁচাতে  গেলে সেও আহত হয়। তার চিৎকার চেচামেচিতে এলাকাবাসী এগিয়ে তাদের উদ্ধার করে  পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রতনদিয়া ইউনিয়নের ৭ নং ওয়র্ড সদস্য জাকির হোসেন জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। বাতাসে বিদ্যুতের তার টিনের সাথে দোল খেয়ে ছিদ্র হয়ে ছিল। কেউ বিষয়টি লক্ষ্য করেনি। দ্রুত  তাদের হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এলাকাবাসী, আত্মীয়স্বজনের সাথে কথা বলে ঘটনার পারিপাশির্^কতা বিচার বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।