বালিয়াকান্দিতে পাটক্ষেত থেকে মাদ্রসাছাত্রের লাশ উদ্ধার
- প্রকাশের সময় : ০৮:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১২৬০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ।। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলি গ্রামের একটি পাটক্ষেত থেকে রোববার সকালে বাদল মোল্লা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। সে একই গ্রামের বাহরাইন প্রবাসী হুমায়ুন মোল্লার ছেলে। স্থানীয় হিজলি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল সে। কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাদল মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করতো। শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। রোববার সকালে বাড়ির অনতিদূরে পাট ক্ষেতে স্থানীয় এক কিশোর ঘাস কাটতে গিয়ে বাদলের লাশ দেখে চিৎকার দেয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুরুষাঙ্গটি কর্তন করা।
নিহতের ভাই কামরুল ইসলাম জানান, তার ভাই বাদল টিকটক করবে বলে শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় পদমদী বাজারে যায়। সন্ধ্যা পেরিয়ে রাত হওয়ার পর না ফেরায় রাত সাড়ে আটটার দিকে তিান বাদলকে ফোন করেন। ফোনে তার ভাই জানিয়েছিল সে বেরুলি বাজারে আছে। তাড়াতাড়িই বাড়ি ফিরবে। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি।
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মাথা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুরুষাঙ্গটি কাটা। কারা কেন তাকে এভাবে হত্যা করেছে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।