জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চন্দনী টেকনিক্যাল কলেজ ॥ প্রতিষ্ঠান প্রধান মাফরোজা বীথি
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৪:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৬২০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥
জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজ। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাফরোজা খাতুন বিথী।
গত ২৫ মে তারিখে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক ও রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান এবং সদস্য সচিব ও জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটির শ্রেষ্ঠত্ব অর্জনে চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা দারুন উচ্ছ্বসিত।
অধ্যক্ষ মাফরোজা খাতুন বিথী জানান, তারা এ ধারা অব্যাহত রাখতে চান।
Tag :