বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ০৫:১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১১৮০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ।। ‘মানবতার টানে ভয় নেই রক্তদানে’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার দিনব্যাপী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে পালিত হয়েছে।
সকালে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সংগঠনের সমন্বয়কারী সোনিয়া আক্তার স্মৃতির সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের শিক্ষক চৌধুরী আহসানুল করিম হিটু, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, শিশুরাজ্যের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, সাংস্কৃতিক সংগঠক কমল কুমার সরকার, কবি খোকন মাহমুদ, স্বেচ্ছাসেবী রক্তদাতা গোলাম রহমান দুর্জয়, সোহেল হোসেন, জাভেদ নাসিম, মোশারফ হোসেন, মোর্শেদ আলম বিপ্লব, আশরাফ বাবু, আলমগীর সুজন, ইশতিয়াক আজিজুল, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন প্রমুখ।
অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতা, সূধিজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির উদ্যোগে বিকেলে গুণীজন, স্বেচ্ছাসেবক ও জেলার বিভিন্ন সংগঠনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা রাজবাড়ী জেলা ছাড়াও বিভিন্ন স্থানে শত শত মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্তদান করে আসছে। মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ সংঠনটি ইতিমধ্যে যথেষ্ঠ প্রশংসা কুড়িয়েছে।