সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবির মানববন্ধন
- প্রকাশের সময় : ০৭:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১১৭১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার বিকেলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিকেল পাঁচটায় রাজবাড়ী প্রধান সড়কের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা, আব্দুস সাত্তার মন্ডল, ধীরেন্দ্র নাথ দাস, আব্দুল কাদের মন্ডল, ইউনাইটেড কমিউনিস্ট লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি সুশান্ত রায়, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে গরীব মানুষ অসহায় হয়ে পড়েছে। তারা ভোজ্য তেলের দামসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানান।