বালিয়াকান্দিতে সদ্য নির্মিত সেতুর নিচ থেকে মাটি উত্তোলনের সময় ৩টি ট্রাক্টর ও ২টি ড্রাম ট্রাক জব্দ
- প্রকাশের সময় : ০৯:৪৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১২৩৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী – বালিয়াকান্দি সড়কের ইসলামপুর ইউনিয়নের গণপত্যা গ্রামের গজারিয়া খালের উপর সদ্য নির্মিত সেতুর নিচ থেকে শনিবার গভীর রাতে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় তিনটি ট্রাক্টর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
স্থানীয় সূত্র জানায়, ওই সেতুর নিচ থেকে বেশ কয়েক দিন যাবৎ একটি চক্র রাতের আঁধারে অ্যক্সকাভেটর দিয়ে মাটি উত্তোলন করছিলো। বিষয়টি জানতে পেরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান শনিবার রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালান। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি উত্তোলনকারীরা একটি ট্রাক্টর নিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে তিনটি ট্রাক্টর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত ড্রাম ট্রাক ও ট্রাক্টরগুলো বর্তমানে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে রাখা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান জানান, গত কয়েকদিন ধরে একটি দুর্বৃত্ত চক্র সেতুর নিচ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলো। এতে সেতুটিই ঝুঁকের মুখে পড়ে যাচ্ছিল। স্থানীয় লোকজন তাদের বাধা দিলেও দুর্বৃত্তরা শোনেনি। উল্টো তাদেরকে হুমকি ধমকি দিয়েছে। বিষয়টি জানার পর অভিযান চালানো হয়। মাটি উত্তোলনের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।