Dhaka ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দাদশী ইউ‌পি আ’লীগ নেতা সা‌বেক মেম্বর মলমগী‌রের দাফন সম্পন্ন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • / ১১৬৭ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন   রাজবাড়ী সদর উপ‌জেলার দাদশী ইউ‌নিয়ন অাওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ও ৬ নং ওয়া‌র্ডের সা‌বেক মেম্বর মোশারফ হো‌সেন মলমগীর (৫০) এর নামা‌জে জানাযা ও দাফন সম্পন্ন হ‌য়ে‌ছে।

সোমবার বিকা‌লে দাদশীর সিঙ্গা-‌মোহাম্মদপুর গ্রা‌মের মলমগী‌র মেম্ব‌রের নিজ বাড়ী‌তে তার নামা‌যে জানাযা অনু‌ষ্ঠিত হয়।

এ সময় বর্তমান ইউ‌পি চেয়ারম‌্যান দে‌লোয়ার শেখ দে‌লো, সা‌বেক চেয়ারম‌্যান লুৎফর রহমান বাচ্চু, হা‌ফেজ মোঃ লোকমান হো‌সেন এবং দলীয় নেতাকর্মীসহ সর্বস্ত‌রের হাজা‌রো ধর্মপ্রাণ মুস‌ল্লি জানাযায় অংশ নেয়। মরহুমের জানাযা পড়ান সা‌বেক উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান মাওলানা সাঈদ অাহম্মেদ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দাদশী ইউ‌পি আ’লীগ নেতা সা‌বেক মেম্বর মলমগী‌রের দাফন সম্পন্ন

প্রকাশের সময় : ০৫:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২

জনতার আদালত অনলাইন   রাজবাড়ী সদর উপ‌জেলার দাদশী ইউ‌নিয়ন অাওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ও ৬ নং ওয়া‌র্ডের সা‌বেক মেম্বর মোশারফ হো‌সেন মলমগীর (৫০) এর নামা‌জে জানাযা ও দাফন সম্পন্ন হ‌য়ে‌ছে।

সোমবার বিকা‌লে দাদশীর সিঙ্গা-‌মোহাম্মদপুর গ্রা‌মের মলমগী‌র মেম্ব‌রের নিজ বাড়ী‌তে তার নামা‌যে জানাযা অনু‌ষ্ঠিত হয়।

এ সময় বর্তমান ইউ‌পি চেয়ারম‌্যান দে‌লোয়ার শেখ দে‌লো, সা‌বেক চেয়ারম‌্যান লুৎফর রহমান বাচ্চু, হা‌ফেজ মোঃ লোকমান হো‌সেন এবং দলীয় নেতাকর্মীসহ সর্বস্ত‌রের হাজা‌রো ধর্মপ্রাণ মুস‌ল্লি জানাযায় অংশ নেয়। মরহুমের জানাযা পড়ান সা‌বেক উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান মাওলানা সাঈদ অাহম্মেদ।