কালুখালীতে ট্রেনের ধাক্কায় শিশু নিহত
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১২২৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ ঘাট-পোড়াদহ রেলপথের রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে ট্রেনের ধাক্কায় ইয়াছিন ফকির নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। সে একই গ্রামের হাবিল ফকিরের ছেলে। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শিশুটির পরিবার হতদরিদ্র। বিকেলে শিশুটির মা তাকে নিয়ে রেল লাইনের পাশে ঘাস কাটতে যায়। তার মায়ের অলক্ষ্যে শিশুটি রেল লাইনের কাছে চলে যায়। ওই সময় রাজবাড়ী থেকে রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার সময় শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
কালিকাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার ইকবাল বিশ^াস জানান, শিশুটির মাথায় আঘাত লেগেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান, বিষয়টি তার জানা নেই।
Tag :