Dhaka ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে একদিনে ১৫ হাজার টিকা প্রদান

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • / ১২৪৪ জন সংবাদটি পড়েছেন

এসএম রাহাত হোসেন ফারুক ।। শনিবার কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচীর একদিনে এক কোটি ভ্যাকসিন প্রদানের অংশ হিসেবে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে ভ্যাকসিন প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলার ৭টি ইউনিয়নে ১৫ হাজার ১শত ২৩জনকে টিকা প্রদান করা হয়েছে।

কোভিড ১৯ এর মহামারী থেকে দেশ ও জাতিকে রক্ষায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিনা মূল্যে করোনা ভ্যাকসিন প্রদান শুরু করেন। দীর্ঘদিন যাবৎ চলে আসা এ কার্যক্রমকে পূর্ণাঙ্গ রূপ দিতে শনিবার সকাল ৯ টা থেকে প্রথম ডোজের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। চলে বিকাল ৪ টা পর্যন্ত।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের ক্যাম্প পরিচালক মোঃ আমিন হোসেন বলেন, আমরা সকাল ৯ টা থেকে টিকা দান কর্মসূচীর কাজ শুরু করি। চলে বিকাল ৪টা পর্যন্ত। প্রথম ডোজের শেষ দিন নির্ধারণ করে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান, উপজেলায় মাইকিং করিয়েছেন। ক্যাম্পে জনসাধারণের উপস্থিতিও অনেক। মানুষ তাদেন জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন কার্ড, কেউ কেউ অনলাইন কার্ড নিয়ে টিকা গ্রহণ করছেন। যাদের কোনটিই নেই শুধুমাত্র নাম এবং মোবাইল নাম্বার দিয়ে টিকা প্রদান করেছি।

ইসলামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ক্যাম্পে টিকা গ্রহণ করতে আসা মোঃ আসলাম, আমিরুল, জালাল, তাহমিনা, নাসরিন, দিপ্তি বলেন, আমরা আগে এ টিকা নেওয়ার সুযোগ পাইনি।  শনিবার সকাল থেকে টিকা প্রদান করছে। এখানে আমরা টিকা নিয়ে স্বাচ্ছন্দবোধ করছি। এখানে যারা কোভিড ভ্যাকসিন প্রদান করছেন তারা খুবই সুন্দরভাবে মানুষের টিকা প্রদান করছেন।

ভ্যাকসিন প্রদানকালে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার, সদস্য মোঃ মোহন মল্লিক, মোঃ তোফাজ্জল হোসেন, কাজী মোঃ শাহিদুল ইসলাম (সাঈদ)সহ তথ্যসেবা কেন্দ্রের উদ্দোক্তাগণ উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ, পাইককান্দি কমিউনিটি ক্লিনিক, শালমারা কমিউনিটি ক্লিনিক কেন্দ্র স্থাপন করে কোভিড ভ্যাকসিন  প্রদানের ব্যবস্থা করা হয়েছে। সার্বক্ষনিক তদারকি করেছেন বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস আলম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাসির উদ্দিন বলেন, এ উপজেলার ৭টি ইউনিয়নে ১৫ হাজার ১শত ২৩জনকে টিকা প্রদান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে একদিনে ১৫ হাজার টিকা প্রদান

প্রকাশের সময় : ০৯:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২

এসএম রাহাত হোসেন ফারুক ।। শনিবার কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচীর একদিনে এক কোটি ভ্যাকসিন প্রদানের অংশ হিসেবে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে ভ্যাকসিন প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলার ৭টি ইউনিয়নে ১৫ হাজার ১শত ২৩জনকে টিকা প্রদান করা হয়েছে।

কোভিড ১৯ এর মহামারী থেকে দেশ ও জাতিকে রক্ষায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিনা মূল্যে করোনা ভ্যাকসিন প্রদান শুরু করেন। দীর্ঘদিন যাবৎ চলে আসা এ কার্যক্রমকে পূর্ণাঙ্গ রূপ দিতে শনিবার সকাল ৯ টা থেকে প্রথম ডোজের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। চলে বিকাল ৪ টা পর্যন্ত।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের ক্যাম্প পরিচালক মোঃ আমিন হোসেন বলেন, আমরা সকাল ৯ টা থেকে টিকা দান কর্মসূচীর কাজ শুরু করি। চলে বিকাল ৪টা পর্যন্ত। প্রথম ডোজের শেষ দিন নির্ধারণ করে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান, উপজেলায় মাইকিং করিয়েছেন। ক্যাম্পে জনসাধারণের উপস্থিতিও অনেক। মানুষ তাদেন জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন কার্ড, কেউ কেউ অনলাইন কার্ড নিয়ে টিকা গ্রহণ করছেন। যাদের কোনটিই নেই শুধুমাত্র নাম এবং মোবাইল নাম্বার দিয়ে টিকা প্রদান করেছি।

ইসলামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ক্যাম্পে টিকা গ্রহণ করতে আসা মোঃ আসলাম, আমিরুল, জালাল, তাহমিনা, নাসরিন, দিপ্তি বলেন, আমরা আগে এ টিকা নেওয়ার সুযোগ পাইনি।  শনিবার সকাল থেকে টিকা প্রদান করছে। এখানে আমরা টিকা নিয়ে স্বাচ্ছন্দবোধ করছি। এখানে যারা কোভিড ভ্যাকসিন প্রদান করছেন তারা খুবই সুন্দরভাবে মানুষের টিকা প্রদান করছেন।

ভ্যাকসিন প্রদানকালে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার, সদস্য মোঃ মোহন মল্লিক, মোঃ তোফাজ্জল হোসেন, কাজী মোঃ শাহিদুল ইসলাম (সাঈদ)সহ তথ্যসেবা কেন্দ্রের উদ্দোক্তাগণ উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ, পাইককান্দি কমিউনিটি ক্লিনিক, শালমারা কমিউনিটি ক্লিনিক কেন্দ্র স্থাপন করে কোভিড ভ্যাকসিন  প্রদানের ব্যবস্থা করা হয়েছে। সার্বক্ষনিক তদারকি করেছেন বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস আলম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাসির উদ্দিন বলেন, এ উপজেলার ৭টি ইউনিয়নে ১৫ হাজার ১শত ২৩জনকে টিকা প্রদান করা হয়েছে।