গোয়ালন্দে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- প্রকাশের সময় : ০৮:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / 212
জনতার আদালত অনলাইন ॥ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোয়ালন্দে সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রাত ১২টা ১ মিনিটে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুনের নেতৃত্বে শহীদ ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব প্রাঙ্গনের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিনের কর্মসূচী সুচনা হয়। এরপর পর্যায়ক্রমে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, গোয়ালন্দ ঘাট থানা, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে সোমবার বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান শহীদ দিবসের তাৎপর্য ও চেতনা তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন। এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা আওমীলীগের সাধারন সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, নির্মল কুমার চক্রবর্তী, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ।