গোয়ালন্দে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
- প্রকাশের সময় : ০৭:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / 186
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দে রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খানের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ হল রুমে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সুধীজনদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান গোয়ালন্দে প্রথম আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় জেলা প্রশাসক আবু কায়সার খান ছাড়াও বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান আমজান হোসেন প্রমুখ।