Dhaka ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আঞ্জুমান মু‌ফিদুল ইসলা‌মের শীতবস্ত্র বিতরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • / ১৩৮১ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন রাজবাড়ী‌তে ১শ জন অসহায় দুস্থ‌ ও হত‌দির‌দ্র শীতার্ত মানু‌ষে‌র মা‌ঝে শীতবস্ত্র বিতরণ করে‌ছেন অাঞ্জুমান মু‌ফিদুল ইসলাম।

সোমবার বিকা‌লে অাঞ্জুমান মু‌ফিদুল ইসলাম রাজবাড়ী শাখার উ‌দ্দ্যো‌গে অ‌ফিসার্স ক্লাব প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতর‌ণে উপ‌স্থিত ছি‌লেন, অাঞ্জুমান মু‌ফিদুল ইসলাম রাজবাড়ী শাখার সভাপ‌তি ও জেলা প্রশাসক অাবু কায়সার খান, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মাহাবুর রহমান শেখ, জেলা প‌রিষদ চেয়ারম‌্যান ফ‌কির অাব্দুল জব্বার, অাঞ্জুমান মু‌ফিদুল ইসলাম রাজবাড়ী শাখার সম্পাদক ওয়া‌জিউল্লাহ মন্টু, কোষাধ‌্যক্ষ অাবু দাইয়ান জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক অাবু জাফর বাবু, সদস‌্য মোঃ অাইনউ‌দ্দিন, ডাক্তার তস‌লিম উ‌দ্দিন, কামরুল অালম প্রমূখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আঞ্জুমান মু‌ফিদুল ইসলা‌মের শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময় : ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২

জনতার আদালত অনলাইন রাজবাড়ী‌তে ১শ জন অসহায় দুস্থ‌ ও হত‌দির‌দ্র শীতার্ত মানু‌ষে‌র মা‌ঝে শীতবস্ত্র বিতরণ করে‌ছেন অাঞ্জুমান মু‌ফিদুল ইসলাম।

সোমবার বিকা‌লে অাঞ্জুমান মু‌ফিদুল ইসলাম রাজবাড়ী শাখার উ‌দ্দ্যো‌গে অ‌ফিসার্স ক্লাব প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতর‌ণে উপ‌স্থিত ছি‌লেন, অাঞ্জুমান মু‌ফিদুল ইসলাম রাজবাড়ী শাখার সভাপ‌তি ও জেলা প্রশাসক অাবু কায়সার খান, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মাহাবুর রহমান শেখ, জেলা প‌রিষদ চেয়ারম‌্যান ফ‌কির অাব্দুল জব্বার, অাঞ্জুমান মু‌ফিদুল ইসলাম রাজবাড়ী শাখার সম্পাদক ওয়া‌জিউল্লাহ মন্টু, কোষাধ‌্যক্ষ অাবু দাইয়ান জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক অাবু জাফর বাবু, সদস‌্য মোঃ অাইনউ‌দ্দিন, ডাক্তার তস‌লিম উ‌দ্দিন, কামরুল অালম প্রমূখ।