গোয়ালন্দে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- প্রকাশের সময় : ০৮:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / 194
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে সোমবার যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসন জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে। এছাড় উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১২টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন। এসময় উপস্থিত ছিলেন, সরকারী কামরুল ইসরাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমুখ।
এছাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।