গোয়ালন্দে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা উদ্ধার
- প্রকাশের সময় : ০৬:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / 208
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের পৃথক অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
জানা যায়, রোববার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে জনৈক এলেমের কলার দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর থেকে মর্জিনা বেগম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে কালুখালী থানার মৃগি ইউনিয়নের রৌছিবিলী গ্রামের মৃত ফুল শেখের মেয়ে। বর্তমানে সে দৌলতদিয়া পোড়াভিটা এলাকার বাবুর বাড়ির ভাড়াটিয়া হিসাবে বসবাস করছিল। এসময় তার হেফাজতে থাকা ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।
অপরদিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা ডাইবেশন কায়মদ্দিনের মোড় এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজা সহ আলম বেপারী (৫১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। সে গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়া গ্রামের ইব্রাহিম বেপারীর ছেলে।