আরসিএফর উদ্যোগ : মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও চলচ্চিত্র প্রদর্শনী

- প্রকাশের সময় : ০৭:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / 309
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সোশিও কালচারাফ ফোরামের উদ্যোগে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, পুরষ্কার বিতরণী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। রোববার সন্ধ্যায় রেলওয়ে স্টেশন সংলগ্ন ফুলতলায় এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। মুক্তিযোদ্ধা সংবর্ধনা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা মেজর অলীক কুমার গুপ্ত বীর প্রতীক ও বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান লালীকে।
সংগঠনের সভাপতি রিয়াসাদ আকতারের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সাবেক প্রধান শিক্ষক সাইদা খানম, আরডিএর সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরএসসিএফ’র সাধারণ সম্পাদক নিলয় সাহা।
পরে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি প্রদর্শিত হয়।