Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে আ’লীগ নেতা লতিফ হত্যায় গ্রেপ্তার ৫ আসামির দুই রিমান্ড মঞ্জুর

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • / 201

জনতার আদালত অনলাইন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামিকে  জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার রাজবাড়ী ১ নং আমলী আদালতে রিমান্ড শুনানী শেষে আদালতের বিচারক সুমন হোসেন এ আদেশ দেন।

গ্রেপ্তার আসামিরা হলো একই ইউনিয়নের বানিবহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোর্শেদ, আবুল হোসেনের ছেলে সীমান্ত, ঘিমোড়া গ্রামের হাসেম মোল্লার ছেলে মনির, বিচাত্রা গ্রামের জুবায়েরর ছেলে জাকারিয়া ও বার্থা গ্রামের ইসমাইল মুন্সী।

নিহত আব্দুল লতিফ আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের জোরালো প্রার্থী ছিলেন। গত ১১ নভেম্বর দিবাগত রাতে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম শেষ করে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা উপর্যুপরি গুলি করে হত্যা করে। এ ঘটনায়  নিহতের স্ত্রী শেফালী আক্তার বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার পাঁচজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই জিরন কুমার বিশ^াস জানান, মামলা দায়েরের পর পুলিশ এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে। গত সোমবার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। বুধবার রিমান্ড শুনানী শেষে আদালত  দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর তিন আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে আ’লীগ নেতা লতিফ হত্যায় গ্রেপ্তার ৫ আসামির দুই রিমান্ড মঞ্জুর

প্রকাশের সময় : ০৬:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১

জনতার আদালত অনলাইন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামিকে  জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার রাজবাড়ী ১ নং আমলী আদালতে রিমান্ড শুনানী শেষে আদালতের বিচারক সুমন হোসেন এ আদেশ দেন।

গ্রেপ্তার আসামিরা হলো একই ইউনিয়নের বানিবহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোর্শেদ, আবুল হোসেনের ছেলে সীমান্ত, ঘিমোড়া গ্রামের হাসেম মোল্লার ছেলে মনির, বিচাত্রা গ্রামের জুবায়েরর ছেলে জাকারিয়া ও বার্থা গ্রামের ইসমাইল মুন্সী।

নিহত আব্দুল লতিফ আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের জোরালো প্রার্থী ছিলেন। গত ১১ নভেম্বর দিবাগত রাতে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম শেষ করে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা উপর্যুপরি গুলি করে হত্যা করে। এ ঘটনায়  নিহতের স্ত্রী শেফালী আক্তার বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার পাঁচজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই জিরন কুমার বিশ^াস জানান, মামলা দায়েরের পর পুলিশ এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে। গত সোমবার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। বুধবার রিমান্ড শুনানী শেষে আদালত  দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর তিন আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।