কালুখালীতে উৎসব মুখর পরিবেশে ৩৭৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা
- প্রকাশের সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৩১৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচন মাঠ জমে উঠেছে। গতকাল মঙ্গলবার ৭ ইউনিয়নের ৩ শ ৭৭ জন প্রার্থী উৎসব মুখোর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছে।
চেয়ারম্যান পদে জমা দিয়েছেন ৩০ জন,সংরক্ষিত সাধারন সদস্য পদে ৭৫ জন ও সদস্য পদে ২ শ ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
রতনদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩ জন। এরা হলেন আবুল কাসেম মন্ডল ,খলিলুর রহমান ও মেহেদী হাচিনা পারভীন নিলুফা।
বোয়ালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪ জন । এরা হলেন,হালিমা বেগম,আবু হাসেম,রফিকুল ইসলাম ও মাসুদ শেখ।
মদাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪ জন । এরা হলো এবিএম রোকনুজ্জামান,মিজানুর রহমান মজনু,আবুল কালাম মৃধা ও লোকমান হোসেন।
মাজবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন। এরা হলেন খোন্দকার আবু আমীন আরিফুল আজম,সাইদুল ইসলাম,কাজী শরিফুল ইসলাম,ইউসুফ হোসেন ও মো .রাসেল আহম্মেদ।
কালিকাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২ জন । এরা হলেন আতিউর রহমান নবাব ও জামাল সরদার।
মৃগী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৬ জন। এরা হলেন সরদার হাছিবুল হক তুহিন,বদর উদ্দিন সরদার,এমএ মতিন,মো: শহিদুজ্জামান,মো: রফিকুজ্জামান ও মোছা: হামিদা বেগম। সাওরাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৬ জন। এরা হলেন,শহিদুল ইসলাম আলী,আ: রহমান, গোলাম সরওয়ার ঠান্টু,বেলি খাতুন,রাকিবুল ইসলাম আকমল এবং আহম্মদ আলী।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,আগামী ৪ নভেম্বর প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১১ নভেম্বর। ১২ নভেম্বর প্রতিক নির্ধারন ও ২৮ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচন অবাধ,নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। গত রবিবার জেলা প্রশাসক দিলসাদ বেগম কালুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্যকালে ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ,নিরপেক্ষ ও ভীতিমুক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন।