রাজবাড়ী জেলাকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষার দাবিতে স্মারকলিপি
- প্রকাশের সময় : ০৭:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৫৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলাকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা। মঙ্গলবার সংগঠনের সভাপতি লাইলী নাহার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. পূর্ণিমা রানী দত্ত স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাজবাড়ী জেলা ক্রমশঃ মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখে রয়েছে। যার ফলে জেলার অথিধবাসীরা একদিকে স্বাস্থ্য সংকট অন্যদিকে স্বাভাবিক জীবন যাপনে হুমকিতে রয়েছে।
পরিবেশ সংকটগুলোর কারণ হিসেবে উল্লেখ করা হয়; কয়েক দশক ধরে নদীতে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন, বালু চাতাল ও গ্রাম শহরের মাঝ দিয়ে বালুর ট্রাক চলাচল। প্রতি বছর পদ্মা ও গড়াই এর ভাঙনে রাজবাড়ী জেলার ভূ আয়তন কমছে। অন্যদিকে হাজার হাজার মানুষ ফসলি জমি ও ঘরবাড়ি হারিয়ে কর্মহীন ও আশ্রয়হীন হয়ে পড়ছে। জেলা ইট ভাটা বৃদ্ধি পেয়েছে। সেখানেও পরিবেশ আইন যথাযথভাবে মানা হচ্ছে না। শহর, শহরতলী ও গ্রামগুলোতে ওয়েল্ডিং কাজে পরিবেশ আইন যথাযথভাবে মানা হচ্ছে না। রাজবাড়ী জেলা বহুতল ভবন, বাণিজ্যি ও আবাসিক ভবন নির্মাণ বৃদ্ধি পেয়েছে। বিল্ডিং কোড না মেনে এসব ভবন নির্মাণের সময় পরিবেশ রক্ষায় দৃষ্টি দেওয়া হচ্ছে না। পলিথিনের ব্যাপক ব্যবহার, জলাবদ্ধতা, অপরিচ্ছন্ন শহর ও শহরতলীর রাস্তার প্রধান চিত্র। যা পরিবেশ দূষণ করছে নানাভাবে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, যাবতীয় পরিবেশ দূষণের সবচেয়ে বড় শিকার নারী ও শিশু। প্রতিটি মানুষ, পশু পাখি এই দূষণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ বিপর্যয় থেকে রাজবাড়ী জেলা, জেলার মানুষ ও জীবজন্তুকে রক্ষার জন্য বিজ্ঞানসম্মত সমন্বিত পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়।