রাজবাড়ীতে পুলিশ নাট্যদলের ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চস্থ
- প্রকাশের সময় : ০৭:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৩৩৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন: ১৯৭৫ সালের আগস্ট মাসে ঘটে যাওয়া জাতির ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় নিয়ে বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনায় অভিশপ্ত আগস্ট মঞ্চস্থ হয়েছে রাজবাড়ীতে। শুক্রবার রাত সাড়ে সাতটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত নাটকটি উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়াতে সক্ষম হয়।
৭০ মিনিট ব্যাপ্তি নাটকটিতে অভিশপ্ত আগস্টের ঘটনাবলী ছাড়াও বঙ্গবন্ধুর জীবনের উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হয়।
নাটকটির মূল ভাবনা, গল্প সংকলন এবং সার্বিক সহযোগিতা করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার)। নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জ পুলিশের পরিদর্শক জাহিদুর রহমান। বাংলাদেশ পুলিশে বিভিন্ন পদে কর্মরত ৩১ জন পুলিশ সদস্য নাটকটির বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। জেলার বিশিষ্ট জন ও সাংস্কৃতিক কর্মীরা নাটকটি উপভোগ করেন।