গোয়ালন্দে মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৭:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / 198
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে গাঁজাসহ ইউনিয়ন পরিষদ সদস্য ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য বাবলু শেখ (৫০) ও তার সহযোগী আফজাল শেখ (৩০)। সে একই গ্রামের তোতা শেখের ছেলে। বাবলু মেম্বার স্থানীয় গফুর মাতুব্বর পাড়ার মৃত আজমত আলী শেখের ছেলে এবং ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।
ডিবি পুলিশ সূত্র জানায়, ইউপি সদস্য বাবলু শেখ দীর্ঘদিন ধরে গাঁজা সেবনের পাশাপাশি ব্যবসাও করে আসছিল। বুধবার সন্ধ্যা সারে ৭ টার দিকে গোপন সংবাদ পেয়ে তারা উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রুস্তুম মাতুব্বর পাড়ায় অভিযান চালায়। সেখানে গাঁজাগুলো বিক্রির প্রস্তুতিকালে জনৈক হিল্লাল শেখের বাড়ির সামনে পাকা সড়কের উপর থেকে বাবলু এবং আফজালকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিশেষ কাগজে মোড়ানো ৭ টি প্যাকেটে ৭ শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, এ ব্যাপারে ডিবি পুলিশের পক্ষ হতে বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।
এদিকে বাবলুর গ্রেফতারের খবরে স্থানীয় কয়েকজন জানান, বাবলু শেখ তার নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে গাঁজার আসর বসানো সহ ব্যবসা করে আসছিলেন। কেউ এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে তাদেরকে বাবলু নানাভাবে হয়রানী করত। এ নিয়ে তাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছিল।