ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১১৯৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বড়ৈচারা গ্রামের লুৎফর সরদারের ছেলে শহিদুল ইসলাম ও মাদারীপুর জেলার উত্তর দুধখালী গ্রামের সিদ্দিক ঢালীর ছেলে জাকির হোসেন।
রাজবাড়ী ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাগমারায় সাগর রাইছ মিলের প্রধান গেইটের সামনে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের উপর হতে মোঃ শহিদুল ইসলাম এর দু পায়ের মাঝখানে রাখা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগের মধ্যে এক কেজি গাঁজা এবং জাকির হোসেন এর কাছে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের মধ্যে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা, সর্বমোট ০১কেজি ৫০০ গ্রাম, গাঁজা উদ্ধার করা হয়। এব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
Tag :