রাজবাড়ীতে ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা
- প্রকাশের সময় : ০৮:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১১৮২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যড. গণেশ নারায়ণ চৌধুরী, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ম সম্পাদক অ্যড. শফিকুল আযম মামুন, অ্যড. রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যড. উজীর আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যড. সফিকুল হোসেন।
বক্তারা বলেন, ২১ আগস্ট বিএনপি-জামাত চক্র গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। নারেকীয় সেই হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছেন। এই হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হতেই হবে।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।