বালিয়াকান্দিতে সাড়ে ১৪ হাজার দুঃস্থ অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণ
- প্রকাশের সময় : ০৮:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১২৫২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাড়ে ১৪ হাজার দুঃস্থ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
(১৭ জুলাই)শনিবার সকালে বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানাসহ ইউপি চেয়ারম্যান. ইউপি সদস্য ও ইউপি সচিব উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ অসহায়দের মাঝে সরকারী ভাবে চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারে ১০ কেজি হারে বালিয়াকান্দি ইউনিয়নে ১হাজার ৯শত ১৮টি, নবাবপুর ইউনিয়নে ২হাজার ৬শত ১৮টি, ইসলামপুর ইউনিয়নে ২হাজার ১শত ৫১টি, বহরপুর ইউনিয়নে ২হাজার ৩শত ৯৬টি, নারুয়া ইউনিয়নে ১হাজার ৭শত ৮৯টি, জামালপুর ইউনিয়নে ২হাজার ৯০টি, জঙ্গল ইউনিয়নে ১হাজার ৪শত ১০টিসহ মোট ১৪ হাজার ৩শত ৮৫টি পরিবার এ চাল পাবেন।