গুরুত্বপূর্ণ সংবাদ:
আমরা সনাতনী যুবক এর ব্যানারে দুস্থদের মাঝে খাবার বিতরণ

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / 306
জনতার আদালত অনলাইন ॥ আমরা সনাতনী যুবক এর ব্যানারে রাজবাড়ি শহরের অসহায় দুস্থ কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শহরের ভাজনচালা শীতলা মন্দির প্রাঙ্গন থেকে দুস্থদের হাতে এসব খাবার তুলে দেন আমরা সনাতনী যুবক ,রাজবাড়ি এর সমন্বয়ক বিপ্লব কুমার সাহা। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রজ্ঞন নাগ ,গোবিন্দ সাহা,উত্তম দাস,রতন দাস,সুমন দাস,রাজেশ দাস,গৌড় দাস,খোকন দাস,আকাশ দাস,অমল দাস,দেব জ্যোতি নাগ,স্বজন দাস,কালি দাস,নয়ন শীল,সুজন শীল,অনিক দাস,রুদ্র…প্রমুখ।
Tag :