গুরুত্বপূর্ণ সংবাদ:
দ্বিতীয় দিনের মত চলছে লকডাউন, রাজবাড়ীতে করোনায় আক্রান্ত আরও ৩৫ জন

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / 277
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে নতুন করে আরও ৩৫ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৯ জন। এদিকে জেলায় দ্বিতীয় দিনের মত লকডাউন চলছে।
রাজবাড়ী জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের করোনা পরীক্ষা করে ৩৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদরে ১৫ জন, গোয়ালন্দে ১২ জন, পাংশায় ছয়জন এবং বালিয়াকান্দিতে দুই জন।
জেলায় করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় মঙ্গলবার থেকে কঠোর লকডাউন চলছে। লকডাউন চলাকালীন শহরে রিক্সা ছাড়া কোনো যানবাহন চলতে দেখা যায়নি। বাস ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ওষুধ ও মুদি দোকান ছাড়া বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিধি নিষেধ মেনে চলাতে তদারকি কার্যক্রম চালিয়েছে।
Tag :