রাজবাড়ীতে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় ডায়ালগ সেশন
- প্রকাশের সময় : ১১:৩৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৫৯১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ শিশুদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজবাড়ীতে শুক্রবার দিনব্যাপী ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে। কর্মজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় কেকেএস কার্যালয়ে ডায়ালগ সেশনের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান। অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা, গোয়ালন্দ উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুন, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, সাংবাদিক এজাজ আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন এনসিটিএফ এর গোয়ালন্দ শাখার সভাপতি ফারহান ইয়াছিন।
অনুষ্ঠানে উপস্থিত শিশুরা তাদের অধিকার বিষয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি বেশ কিছু সুপারিশও করে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কেকেএস এর কর্মকর্তা মো. নাসিরউদ্দিন।