রাজবাড়ীতে গাঁজা, হেরেইন উদ্ধার॥ নারীসহ গ্রেপ্তার ৪
- প্রকাশের সময় : ০৭:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / 283
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী ডিবি পুলিশ বুধবার পৃথক দুটি অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করেছে। এসময় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের রহমত প্রামানিকের ছেলে সাগর প্রামানিক, আরজু শেখের স্ত্রী পলি আক্তার, রাজবাড়ী শহরের বিনোদপুর গ্রামের মিজানুর শেখের ছেলে আব্বাস ও কাবিল শেখের ছেলে ইরাদত হোসেন।
রাজবাড়ী ডিবি ওসি প্রাণবন্ধু দাস জানান, আলীপুর ইউনিয়নের মধ্যপাড়া থেকে দুই কেজি গাঁজা, গাাঁজা বিক্রির পাঁচ লাখ ১০ হাজার টাকাসহ সাগর এবং পলিকে, বিনোদপুর নতুন মাদ্রসার সামনে থেকে ১১০ পুরিয়া হেরোইনসহ আব্বাস ও ইরাদতকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় পৃথক দুটি মামলা দায়েরের পর আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।