রাজবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০ মন ওজনের ষাড়
- প্রকাশের সময় : ০৬:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / 234
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর রাজা, যার বয়স ৪ বছর। এবং ওজনে প্রায় ৩০ মন বলে দাবি খামারী মালিক মোঃ মোকলেছুর রহমানের।রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউপির ভবদিয়া গ্রামের দেশ ডেইরী এন্ড গোট ফার্মে ‘রাজবাড়ীর রাজা’ নামে ষাড় গরুটি পালিত হয়েছে।শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ প্রাণিসম্পদ প্রদর্শণী মেলায় এ ষাড় (রাজবাড়ীর রাজা) প্রদর্শণের জন্য অানা হয়।এ সময় ট্রাকে করে মেলা প্রাঙ্গনে গরুটিকে অানা হয়। দেখাযায় তীব্র গরমে গরুটি হাপাচ্ছে। ফলে গরুর মালিকসহ ৫-৭ জন হাত পাখা দিয়ে গরুটিকে বাতাস করছে। সে সময় অতিথিসহ উপস্থিত জনগণ বিশাল গরুটি দেভতে ভির করেন ট্রাকটির চারপাশে।রাজবাড়ী রাজা গরুর মালিক মোকলেছুর রহমান জানান, তার খামারে প্রায় ৪ বছর ধরে এ ষাড় গরুটি লালন পালন করা হচ্ছে। বর্তমানে যার ওজন প্রায় ৩০ মন। বিশাল অাকৃতির গরু হওয়ায় নাম দিয়েছেন রাজবাড়ীর রাজা। এবং অাজ প্রদর্শণে এনেছেন। প্রতিদিন গরুটির পেছনে তার প্রায় ৫শ টাকা খরচ হয়। অাগামী কোরবানির ঈদে গরুটি বিক্রির অাশা করছেন তিনি।তিনি অারও জানান, বর্তমানে তার খামারে অারও বেশ কয়েকটি গরু অাছে। তবে সে গুলো ছোট।দিনব্যাপী প্রদর্শণী মেলায় সদর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খামারী ও উদ্দ্যোক্তাদের নিয়ে অাসা বড় বড় পশু, পাখিসহ বিভিন্ন উন্নতজাতের প্রযুক্তির উপকরণে ৩০টি স্টোল স্থান পায়। প্রদর্শণী শেষে সেরা স্টোল দাতাকে পুরস্কৃত করা হবে।এছাড়া প্রদর্শণী মেলার অালোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অালোচনা সভায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ অারিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ্যোডঃ ইমদাদুল হক বিশ্বাস।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যার রকিবুল হাসান পিয়াল, জেলা ডেইরী ফার্ম এসোশিয়েশনের সাধারন সম্পাদক অাবুল হোসেন গাজী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন অাহমেদ প্রমূখ।