বালিয়াকান্দিতে চর দখল নিয়ে উত্তেজনা প্রশমন করলো পুলিশ
- প্রকাশের সময় : ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৭৩৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম গড়াই নদীর জেগে উঠা চর দখল করতে দু,টি গ্রুপ মরিয়া হয়ে উঠেছে। সরকারী জমি হলেও দখল নিতে দু,টি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। রবিবার ভোরে পাওয়ার ট্রিলারসহ চরের জমি চাষ দিয়ে দখলের চেষ্টা চালালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার স্থানীয়দের নিয়ে বৈঠক করেন। দু,গ্রুপের ৪জন রেজাউল ইসলাম, চাষী আমজাদ, আজিজ মহাজন ও বাবলু দু,গ্রুপের নেতৃত্ব দেন এবং স্থানীয় চেয়ারম্যান আব্দুস সালাম মাষ্টারের নেতৃত্বে বসে একটি শান্তিপুর্ণ সমাধান প্রদান করার প্রতিশ্রুুতি দেন। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ চর দখলের চেষ্টা করবে না বলেও অঙ্গীকার করেন।
উল্লেখ্য, গত বছর এ চর দখলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। দু,টি গ্রুপ বিভক্ত হয়ে পড়ার কারণে কোন মিমাংসা হচ্ছিল না।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, চর দখলের চেষ্টার খবর পেয়ে সরেজমিনে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।