Dhaka ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গরমে কাহিল হনুমান এখন..

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • / ১৬০৫ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥মানুষের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা হনুমানের সহজাত বৈশিষ্ট্য। স্থলভাগের চেয়ে উপরিভাগে সাধারণত বাড়ির ছাদ, উঁচু মগডালে তাদেরকে ছুটতে দেখা যায়। সহসাই তারা মানুষের ধারে কাছে ঘেঁষতে চায়না। কিন্তু তীব্র দাবদাহে হনুমানও কাহিল হয়ে পড়েছে। ছুটতে ছুটতে সেও ক্লান্ত শ্রান্ত। এখন স্থলভাগে মানুষের সাথে মিশতে শুরু করছে। বসছে চায়ের দোকানেও। সোমবার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে একটি চায়ের দোকানে দীর্ঘক্ষণ হনুমানটিকে কখনও বসে থাকতে আবার কখনও শুয়ে থাকতে দেখা গেছে।

ওই দোকানে চা খেতে আসা নাসির ফকির, রফিক শেখ, ঝরু শেখ জানান, এ হনুমানটি কয়েকদিন যাবৎ তাদের এলাকা দেখা যাচ্ছে। সকালে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় ওই হনুমানটি এসে তাদের সামনে বসে পড়ে। এসময় কেউ কেউ তাকে খেতেও দিয়েছে। কখনও চায়ের দোকানে বাঁশ দিয়ে তৈরি মাচার উপর শুয়ে পড়ছে। এমন করে অনেকটা সময় পার করছে মানুষের সাথে। ছুটে চলা যার স্বভাব। সে মানুষের সাথে হেঁটে বেড়ায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গরমে কাহিল হনুমান এখন..

প্রকাশের সময় : ০৭:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১

জনতার আদালত অনলাইন ॥মানুষের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা হনুমানের সহজাত বৈশিষ্ট্য। স্থলভাগের চেয়ে উপরিভাগে সাধারণত বাড়ির ছাদ, উঁচু মগডালে তাদেরকে ছুটতে দেখা যায়। সহসাই তারা মানুষের ধারে কাছে ঘেঁষতে চায়না। কিন্তু তীব্র দাবদাহে হনুমানও কাহিল হয়ে পড়েছে। ছুটতে ছুটতে সেও ক্লান্ত শ্রান্ত। এখন স্থলভাগে মানুষের সাথে মিশতে শুরু করছে। বসছে চায়ের দোকানেও। সোমবার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে একটি চায়ের দোকানে দীর্ঘক্ষণ হনুমানটিকে কখনও বসে থাকতে আবার কখনও শুয়ে থাকতে দেখা গেছে।

ওই দোকানে চা খেতে আসা নাসির ফকির, রফিক শেখ, ঝরু শেখ জানান, এ হনুমানটি কয়েকদিন যাবৎ তাদের এলাকা দেখা যাচ্ছে। সকালে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় ওই হনুমানটি এসে তাদের সামনে বসে পড়ে। এসময় কেউ কেউ তাকে খেতেও দিয়েছে। কখনও চায়ের দোকানে বাঁশ দিয়ে তৈরি মাচার উপর শুয়ে পড়ছে। এমন করে অনেকটা সময় পার করছে মানুষের সাথে। ছুটে চলা যার স্বভাব। সে মানুষের সাথে হেঁটে বেড়ায়।