বালিয়াকান্দিতে মামলার ২৪ঘন্টার মধ্যে মালামাল উদ্ধার, গ্রেপ্তার ১
- প্রকাশের সময় : ০৮:২৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৪৭৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করার ২৪ ঘন্টার মধ্যে চোরাই মালামালসহ আসামী গ্রেফতার ও আদালতে চার্জশীর্ট দাখিল করে নজির স্থাপন করেছে পুলিশ।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বৃহস্পতিবার বলেন, বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের খিরিশ চন্দ্র বারুরীর ছেলে ঠাকুরপদ বারুরী সমাধিনগর বাজারে জুয়েলারী ব্যবসা করেন। গত ১৬ মে দিবাগত রাতে তার দোকানে চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে গত ১৮ মে ঠাকুরপদ বারুরী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা থানার এস,আই আসাদুজ্জামান রিপন তদন্ত শুরু করেন। গত ১৮ মে সন্ধ্যায় বালিয়াকান্দি শহরের চন্দনা ব্রীজ সংলগ্ন স্বর্ণপট্রি এলাকা থেকে ( লোহা, তামা ও রুপার তৈরী) ৪৯পিছ খারুসহ বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের বাবুল মন্ডলের ছেলে মানব মন্ডল (২১) কে গ্রেফতার করে। সে চুরির কথা স্বীকার করে। তাকে গত ১৯ মে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়। মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে চোরাই মালসহ আসামী গ্রেফতার হওয়ার কারণে গত ১৯ আদালতে চার্জশীর্ট দাখিল করা হয়েছে।
ওসি আরো বলেন,দ্রুত সময়ে চার্জশীর্ট প্রদান করার ফলে মামলা নিষ্পত্তি স্বল্প সময়ে হবে।