রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদের বিদায় সংবর্ধনা
- প্রকাশের সময় : ০৮:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৪৮৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনের বিদায় সংবর্ধনা সীমিত পরিসরে বুধবার অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, রাজবাড়ী আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, রাজবাড়ী শাখার সভাপতি দিলসাদ বেগম।
স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল-মামুন বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মাহাবুর রহমান শেখ এবং রাজবাড়ী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মো: সায়েফ। অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনেরবর্ণাঢ্য কর্মজীবন এবং রাজবাড়ী জেলা প্রশাসনে কর্মরত থাকাকালীন তার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মের উপর একটি উপস্থাপনা পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। সঞ্চালক হিসেবে ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা।