বালিয়াকান্দিতে হামলা ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ৬
- প্রকাশের সময় : ০৮:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫৮১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চষাবিলা গ্রামে দ্ইু আওয়ামী লীগ নেতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৯ বসতঘরে হামলা ভাংচুরের ঘটনায় বৃহস্পতিবার ছয়জনকে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। তারা হলো ইলিয়াছ মন্ডল, ইসলাম জোয়াদ্দার, তাজমু মন্ডল, ইউসুফ জোয়াদ্দার, মাসুদ মোল্যা ও হান্নান মন্ডল। এদের সবার বাড়ি একই গ্রামে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, মঙ্গলবার রাতে হামলা ভাংচুরের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগৈর সভাপতি বারেক বিশ^াস ও কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হাই মন্ডলের সাথে বিরোে জর ধরে গত মঙ্গলবার রাতে নারুয়া ইউনিনের ২৯টি বসতঘর ভাংচুর হয়। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।