গোয়ালন্দে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা
- প্রকাশের সময় : ০৭:০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৫৯৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ করোনাকালীন সময়ে ক্ষেতের ধান নিয়ে বিপাকে পরা কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা। বুধবার সকাল সারে ১০টার দিকে কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকের নেতৃত্বে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামের ২ জন কষকের দুই বিঘা জমির ধান কাঁটা হয়।
এ সময় নলডুবির আব্দুল আজিজ খানের দেড় বিঘা ও মোঃ সাগরের আধা বিঘা জমির ধান কাঁটে দেয় কৃষকলীগের নেতাকর্মীরা। পর্যায়ক্রমে সকল বিপদগ্রস্থ্য কৃষকদের ধান কাঁটা, মাড়াই সহ গোলায় নেয়া পর্যন্ত সহযোগিতা করবেন কৃষকলীগ নেতাকর্মীরা।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কর খান, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সি, আবুল হোসেন, সদরের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু আহমেদ, গোয়ালন্দ উপজেলা আহ্বায়ক আব্দুল মমিন শেখ, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার প্রমূখ।
বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশনায় করোনাকালীন সময়ে কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন। সেই ধারাবাহিকতায় আজ গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউপির কৃষকদের দুই বিঘা জমির ধান কেঁটে দিয়েছেন। পর্যায়ক্রমে সকল অসহায় কৃষকদের ধান কাঁটা সহ সকল বিষয়ে কৃষকলীগ নেতাকর্মীরা পাশে থাববেন। কৃষিতে সংসম্পূর্ণ হতে বাংলাদেশ কৃষকলীগ সব সময় কৃষকদের পাশে থাকবে। এছাড়া সারাদেশে কৃষকলীগ অসহায় কৃষকদের পাশে আছে।