শুভ উদ্যোগ: ফোন দিলেই পৌছে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার

- প্রকাশের সময় : ০৫:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / 701
জনতার আদালত অনলাইন ॥ অক্সিজেনের অভাবে কত রোগীর জীবন সংকটে পড়ে। সেইসব রোগীর জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করেছে রাজবাড়ী হেল্পলাইন নামে একটি অনলাইন প্লাটফর্ম।
এ সেবা কার্যক্রমের অন্যতম উদ্যোক্তা কবি নেহাল আহমেদ জানান, গত বছর করোনার সংক্রমণ শুরু হওয়াার পর তারা সিনিয়র সিটেজেন সেবা কার্যক্রম শুরু করেছিলেন। ওই কার্যক্রম করতে গিয়ে উপলদ্ধি করেন অক্সিজেন সংকটের বিষয়টি। ওই সময় দ্বিগুণ টাকা দিয়েও মানুষ অক্সিজেন সেবা পাচ্ছিলনা। একারণে এবার বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়ার কথা চিন্তা করি। কিন্তু এটি একার পক্ষে সম্ভব নয় বলে রাজবাড়ী হেল্পলাইনের সহযোগিতা নিয়েছি। গত ১৮ এপ্রিল তারিখে ১৫টি অক্সিজেন সিলিন্ডারসহ এর সব উপকরণ হাতে পেয়েছি। অক্সিজেন প্রয়োগের জন্য আমরা ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ইকবাল হোসেনের বাছ থেকে প্রশিক্ষণ নিয়েছি। এখন থেকে রাজবাড়ী সদর উপজেলা এলাকার যে কেউ ফোন দিলেই তিনি বাড়িতে থাকুন অথবা হাসপাতালে আমরা বিনামূল্যে অক্সিজেন পৌছে দেব। তিনি আরও জানান, গত মঙ্গলবার রাজবাড়ী শহরের ড্রাইআইস ফ্যাক্টরী এলাকার বাসিন্দা সৌরভ তার স্ত্রীর জন্য অক্সিজেন সেবা চাইলে সাথে সাথে পৌছে দেওয়া হয়।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম হোসেন টিটন বলেন, এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। গ্রুপে ডাক্তার থাকলে ভালো হয়। ডাক্তারদের মাধ্যমে অক্সিজেন প্রয়োগ করতে পারলে সবচেয়ে ভালো হয়। তারা আমার কাছে এসে কোনো সহযোগিতা চাইলে অবশ্যই দিতে চেষ্টা করব।
























