রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
- প্রকাশের সময় : ০৭:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / 229
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট রেলপথের রাজবাড়ী শহরের ২ নং রেলগেট এলাকায় বৃহস্পতিবার ট্রেনে কাটা পড়ে ৮৪ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার জামার পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম ইউসুফ হোসেন। বাড়ি চট্টগ্রাম জেলার চকবাজার এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী নকশীকাঁথা এক্সপ্রেস মেইল ট্রেনটি রাজবাড়ী শহরের ২ নং রেলগেট এলাকা অতিক্রম করার পর ওই বৃদ্ধ ট্রেনের নীচে কাটা পড়েন। এতে তার শরীর দ্বিখন্ডিত হয়ে যায়।
রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। তার জামার পকেটে থাকা জাতীয় পরিচয় পত্রে থাকা ঠিকানার সূত্র ধরে সেখানকার থানার সাথে যোগাযোগ করে আত্মীয়স্বজনদের খবরটি জানানোর চেষ্টা চলছে। স্বজনদের পাওয়া না গেলে আঞ্জুমান ই মফিদুলের মাধ্যমে লাশ দাফন করা হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।