সততা
- প্রকাশের সময় : ০৬:২২:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / 320
জনতার আদালত অনলাইন ॥ ট্রেনের কামরায় তাকের উপর একটি ব্যাগ পেয়েছিলেন নিমাই দাস। সেই ব্যাগের ভেতর ছিল পঞ্চাশ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র। সেই ব্যাগটি প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার নজির স্থাপন করেছেন তিনি। নিমাই দাস রাজবাড়ী শহরের বিনোদপুর গ্রামের বাসিন্দা। রাজবাড়ী শহরের একটি জুয়েলার্সের ম্যানেজার হিসেবে চাকরী করেন তিনি।
নিমাই দাস জানান, গত বুধবার দৌলতদিয়া থেকে কুষ্টিয়াগামী সাটল ট্রেনটি রাজবাড়ী স্টেশনে আসার পর তিনি কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন। তার আসনের ঠিক উপরে তাকের উপর একটি ব্যাগ দেখতে পেয়ে কার সেটি জানতে চান। অন্য যাত্রীরা জানান, ব্যাগের মালিক ভুলবশতঃ ব্যাগটি ফেলে আগের স্টেশনে নেমে গেছে। তিনি ব্যাগটি খুলেই টাকা দেখতে পেয়ে নিজের হেফাজতে রাখেন। পরে কুষ্টিয়া থেকে রাজবাড়ী ফিরে ব্যাগের মধ্যে থাকা ভিজিটিং কার্ডে থাকা ফোন নম্বর থেকে মালিককে খুঁজে বের করেন। জানতে পারেন ব্যাগের মালিক নুর আলম। বাড়ি সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামে। এরপর ব্যাগের মালিককে শনাক্ত করে ব্যাগটি নিয়ে যেতে বলেন। শনিবার ব্যাগটি শনাক্ত করার পর বাজারের কয়েকজন ব্যবসায়ীর সামনে তার হাতে তুলে দেওয়া হয়।
নুর আলম জানান, তিনি গোয়ালন্দ থেকে ট্রেনে উঠেছিলেন। ভুল করে ব্যাগটি ফেলে রেখেই পাঁচুরিয়া স্টেশনে নেমে যান। পরে ব্যাগের কথা মনে পড়ে। কিন্তু ফিরে পাবেন সেকথা কখনও ভাবেননি। ফিরে পেয়ে মনে হচ্ছে দেশে এখনও সৎ মানুষ আছে।