শুভ জন্মদিন হে জনক
- প্রকাশের সময় : ০৯:৫৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / 248
জনতার আদালত অনলাইন ॥ আজ ১৭ মার্চ। বাঙালির প্রেরণা জাগানিয়া, চিরভাস্বর সেই মানুষটির জন্মদিন আজ। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম নেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালির জন্মদিন জাতি আজ ‘জাতীয় শিশু দিবস’ হিসেবেও উদযাপন করবে। দিনটি উদযাপিত হবে রাষ্ট্রীয় মর্যাদায়। এ জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
রাজবাড়ীতেও নানা আয়োজনে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে রাজবাড়ীর বেড়াডাঙ্গায় অবস্থিত শিশু পার্কে শিশুদের নিয়ে কেক কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলার সকল উপজেলাগুলোতেও নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।