বালিয়াকান্দিতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 07:38:02 pm, Monday, 8 March 2021
- / 1198 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল সোমবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ৩২০ পিচ ইয়াবা ও ১৭০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো একই ইউনিয়নের আলোকদিয়া গ্রামের শুকুর আলী বিশ^াসের ছেলে নাছিরুল বিশ^াস ও দুর্গাপুর গ্রামের বাসার মন্ডলের ছেলে রাসেল মন্ডল।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।
Tag :