রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্র নিহত

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১২১১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে তন্ময় চক্রবর্তী (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুই জন। নিহত তন্ময় জেলার বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি গ্রামের বরুন চক্রবর্তীর ছেলে।
সোমবার বিকালে উপজেলার আলীপুর ইউনিয়নের আলাহদীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, তিন জন যুবক একটি মোটরসাইকেলে সদর উপজেলার কোলারহাট এলাকায় যাচ্ছিল। মোটরসাইকেলটি সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর এলাকায় পৌছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খায়। এতে তন্ময়, সবুজ ও হিরা আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত বলে ঘোষনা করেন।
Tag :