Dhaka ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
  • / ১৩৩৮ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥  বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে নয়ন মন্ডল নামে এক যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে কালুখালী থানায় ধর্ষণ মামলা হয়েছে। নিপীড়নের শিকার তরুণী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ রাতেই আসামি নয়নকে গ্রেপ্তার করেছে। সে পাংশা উপজেলা  মাগুগাডাঙ্গি গ্রামের কালাম মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ওই তরুণী কালুখালী উপজেলা এলাকার বাসিন্দা। পূর্ব পরিচয়ের সূত্র ধরে নয়নের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ডিসেম্বর মাসের একদিন তরুণীর বাড়িতে কেউ না থাকার সুযোগে নয়ন এসে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এরপর বিয়ের কথা বলতেই সে এড়িয়ে যায় এবং  নানান টালবাহানা করে। গত কয়েকদিন ধরে সে অন্যত্র বিয়ে করার পাঁয়তারা করছে।

কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, থানায় মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে আসামি নয়নকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৭:২৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১

জনতার আদালত অনলাইন ॥  বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে নয়ন মন্ডল নামে এক যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে কালুখালী থানায় ধর্ষণ মামলা হয়েছে। নিপীড়নের শিকার তরুণী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ রাতেই আসামি নয়নকে গ্রেপ্তার করেছে। সে পাংশা উপজেলা  মাগুগাডাঙ্গি গ্রামের কালাম মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ওই তরুণী কালুখালী উপজেলা এলাকার বাসিন্দা। পূর্ব পরিচয়ের সূত্র ধরে নয়নের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ডিসেম্বর মাসের একদিন তরুণীর বাড়িতে কেউ না থাকার সুযোগে নয়ন এসে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এরপর বিয়ের কথা বলতেই সে এড়িয়ে যায় এবং  নানান টালবাহানা করে। গত কয়েকদিন ধরে সে অন্যত্র বিয়ে করার পাঁয়তারা করছে।

কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, থানায় মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে আসামি নয়নকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।