রাজবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী ৪,
- প্রকাশের সময় : ০৬:২৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১৩৪৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে চারজন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ৫০পদে জন এবং নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে জমা মনোনয়ন পত্র দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী, বিএনপি সমর্থিত তোফাজ্জেল হোসেন, জাতীয় পার্টি সমর্থিত কেএ রাজ্জাক মেরীন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শেখ তিতু।
চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি রাজবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষদিন ছিল রোববার (১৭ জানুয়ারী)। শেষদিন বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে ৪ জন, সাধাারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, বর্তমান মেয়র শেখ মো. নিজাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হেলাল মাহমুদ নির্বাচন অফিসারের কার্যালয়ে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান ও উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের কাছে তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৯ জানুয়ারী প্রার্থীতা বাছাই, ২৬ জানুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গোয়ালন্দ পৌর নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৫শ ৪৮জন। এর মধ্যে পুরুষ ৮হাজার ২শ ৫৪জন এবং মহিলা ভোটার ৮হাজার ২শ ৯৪জন।