Dhaka ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ২ ইটভাটার চুল্লি ভেঙে দিয়েছে প্রশাসন, জরিমানা পৌনে ৩ লাখ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • / ১২৮৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুই আওয়ামী লীগ নেতার অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার চুৃল্লি ভেঙে দিয়েছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হয়েছে মোট দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা। বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদা ও রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বৃহস্পতিবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার বহরপুরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ রেজাউল করিমের মালিকানাধীন আরকে ব্রিকস এবং নলিয়া জামালপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফরিদ হোসেন বাবুর মালিকানাধীন রনি ব্রিকসে অভিযান চালায় জেলা প্রশাসন। অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধিত আইন ২০১৯ এর অধীনে আরকে ব্রিকসকে এক লাখ টাকা ও রনি ব্রিকসকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ইটভাটার চুল্লি ফায়ার সার্ভিসের আগুন দিয়ে নিভিয়ে ভেঙে দেওয়া হয়। এছাড়া একই দিন সদর উপজেলার বসন্তপুরে আরএএস ব্রিকস নামে আরও একটি ইটভাটাকে জরিমানা করা হয়।

অভিযানে ফরিদপুর পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মী, বালিয়াকান্দি থানার পুলিশ উপস্থিত ছিলেন। এসব ইটভাটাকে অবৈধ কার্যক্রম না চালানোর জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ২ ইটভাটার চুল্লি ভেঙে দিয়েছে প্রশাসন, জরিমানা পৌনে ৩ লাখ

প্রকাশের সময় : ০৯:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুই আওয়ামী লীগ নেতার অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার চুৃল্লি ভেঙে দিয়েছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হয়েছে মোট দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা। বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদা ও রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বৃহস্পতিবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার বহরপুরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ রেজাউল করিমের মালিকানাধীন আরকে ব্রিকস এবং নলিয়া জামালপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফরিদ হোসেন বাবুর মালিকানাধীন রনি ব্রিকসে অভিযান চালায় জেলা প্রশাসন। অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধিত আইন ২০১৯ এর অধীনে আরকে ব্রিকসকে এক লাখ টাকা ও রনি ব্রিকসকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ইটভাটার চুল্লি ফায়ার সার্ভিসের আগুন দিয়ে নিভিয়ে ভেঙে দেওয়া হয়। এছাড়া একই দিন সদর উপজেলার বসন্তপুরে আরএএস ব্রিকস নামে আরও একটি ইটভাটাকে জরিমানা করা হয়।

অভিযানে ফরিদপুর পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মী, বালিয়াকান্দি থানার পুলিশ উপস্থিত ছিলেন। এসব ইটভাটাকে অবৈধ কার্যক্রম না চালানোর জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।