বালিয়াকান্দিতে কিশোর ওমর আলী হত্যা: ২দিনের রিমান্ডে ৩ আসামি
- প্রকাশের সময় : ০৭:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১২৩৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী বালিয়াকান্দিতে কিশোর ওমর আলী হত্যায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তারা হলো উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের দিপক মন্ডল (৩৫), গোপাল মন্ডল ওরফে লকাই মন্ডল (২৬) ও মিঠুন চক্রবর্তী (৩২)। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। রবিবার রাজবাড়ী ১নং আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মৌসুমী সাহা তাদেরকে ২ দিনের পুলিশী রিমান্ডের আদেশ দেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত শুক্রবার রাত ১০টার দিকে ঢোলজানি বাজারের স-মিলের নিকট চায়ের দোকানে ওমর আলীকে দেখাযায়। রাতে বাড়ী না ফেরায় তাকে খোঁজাখুজি করতে থাকে পরিবারের সদস্যরা। তাকে না পেয়ে রবিবার বালিয়াকান্দি থানায় নিখোঁজ জিডি করেন নিহতের বাবা আহেদ আলী। সোমবার বিকালে ঢোলজানি গ্রামের একটি ঘাস ক্ষেতে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। মাথায় আঘাতের চিহৃ, গলাকাটা, হাতেসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, ৩ আসামীকে গ্রেফতার করে ১০দিনের রিমান্ডের আবেদন করা হয়। ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।