রাজবাড়ীতে বিপুল পরিমাণ দেশি মদসহ আটক ১
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৩৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১৩২৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল বুধবার রাতে রাজবাড়ী শহরের মাছবাজার এলাকা থেকে ৩১৪ লিটার দেশিয় মদসহ অসিত কুমার দাস নামে একজনকে আটক করেছে। সে রাজবাড়ী পৌর এলাকার বিনোদপুর গ্রামের মনীন্দ্রনাথ দাসের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার সন্জয় কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাছবাজার সংলগ্ন বরফ কলের উত্তর পাশে একটি দোকান ভাড়া করে দেশিয় মদের অবৈধ কারবার চলছে। বুধবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে অসিত দাসকে আটক করা হয়। এসময় ওই দোকান থেকে ৩১৪ লিটার মদ, মদ বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৭,১৫০ টাকা জব্দ করা হয়। এব্যাপারে অসিত দাসের বিরুদ্ধে মাদক আইনে রাজবাড়ী সদর থানায় একটি মামলা হয়েছে।
Tag :