বহরপুর ডিগ্রী কলেজে বৃত্তিপ্রাপ্তদের মাঝে টাকা বিতরণ

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 06:42:53 pm, Monday, 21 December 2020
- / 1338 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ বহরপুর ডিগ্রী কলেজে বৃত্তিপ্রাপ্ত পাঁচজন শিক্ষার্থীর মাঝে পাঁচ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট, কানাডার সহযোগিতায় সোমবার কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। কলেজের অধ্যক্ষ অহিদুল হকের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খান, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান খান, আব্দুল ওহাব মোল্লা, এহসানুল হাকিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক খায়রুল হাসান মিন্টু।
বৃত্তিপ্রাপ্তরা হলেন মীম খাতুন, উম্মে হাবিবা, রাজু মন্ডল, আফসানা মিমি ও রোকসানা খাতুন।
Tag :