বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ০৬:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১২৮০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ কালজ্বয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’ রচয়িতা মীর মশাররফ হোসেনের ১০৯তম মৃত্যুবার্ষিকী শনিবার নানা আয়োজনে রাজবাড়ীর বালিয়াকান্দিতে পালিত হয়েছে। সকালে বালিয়াকান্দি উপজেলার পদমদীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র, মীর মশারফ হোসেন কলেজ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করে। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদা, মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রের প্রোগ্রাম অফিসার শেখ ফয়সাল আমিন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মুন্সী আমির আলী, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সুজয় কুমার পাল, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ট মুসলিম সাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। পদমদীতে তাকে সমাহিত করা হয়।
মীর মশাররফ হোসেন লিখিত গ্রন্থ সমূহের মধ্যে রতœবতী, বসন্তকুমারী, জমিদার দর্পন, র্এপায়কি প্রহসন, বিষাদ-সিন্ধু, সঙ্গীত লহরী, পো-জীবন, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানী রম্যরচনা, মৌলদ শরীফ, মুসলমানের বাঙ্গাল শিক্ষা ছাত্রপাঠ্য, বিবি খোদেজার বিবাহ কাব্য, হযরত ওমরের ধর্ম জীবন লাভ, হযরত বেলালের জীবনী অন্যতম।